ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং
বিজ্ঞানী ভোল্টা কর্তৃক বিদ্যুৎ আবিস্কারের পর থেকেই মূলতঃ আধুনিক সভ্যতার যাত্রা শুরু। বিদ্যুৎ ছাড়া আমাদের জীবন যেমন অচল, ইলেক্ট্রিক্যাল টেকনোলজি ছাড়াও পৃথিবী তেমনি অচল। কৃষি নির্ভর এবং শিল্পনির্ভর অর্থনীতি এখন পরিপূর্ণভাবে বিদ্যুতের উপর নির্ভরশীল। ভারী শিল্প থেকে শুরু করে ক্ষুদ্র কুটির শিল্প এবং গ্রাম্য কৃষি উপকরণ আজও বিদ্যুতের নিয়ন্ত্রণে। বর্তমান সভ্যতার সকল আধুনিক উপকরণসহ বেঁচে থাকার জন্য যুগোপযোগী Medical Science-এর সকল উপকরণই বিদ্যুৎ নিয়ন্ত্রিত। Electrical Technology কে বাদ দিয়ে সভ্যতার সকল উপকরণই অর্থহীন। সুতরাং বলা যায় সভ্যতার সর্বত্র বিদ্যুতের গুরুত্ব অপরিসীম এবং এর গুরুত্ব চিরদিনই থাকবে। ফলে Electrical Technology এর চাহিদা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে।
ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং এ চাকরির ক্ষেত্রসমূহঃ
উপ-সহকারী প্রকৌশলী পদে (২য় শ্রেণীর গেজেটেড অফিসার) চাকরি পাওয়ার সুযোগ; পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (পি. ডি. বি.); পাওয়ার প্ল্যান্ট সেন্টার; পল্লী বিদ্যুৎ সমিতি; পাওয়ার গ্রিড কোম্পানিজ অব বাংলাদেশ; বাংলাদেশ রেলওয়ে; বাংলাদেশ সেনাবাহিনী (ইঞ্জিনিয়ারিং কোর-এ); নৌবাহিনী/ বিমানবাহিনী ও বিমানবন্দর সমূহে; বি. আর. টি. সি. ও বি. আর. টি. এ. ; সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনষ্টিটিউটসমূহে শিক্ষকতায়; টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এবং টেকনিক্যাল স্কুল ও কলেজসমূহ এবং ভোকেশনাল স্কুলসমূহে; মেডিকেল কলেজ ও হাসপাতাল সমূহে; বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপ-সহকারী প্রকৌশলী পদে; দেশি-বিদেশি শিপে; গার্মেন্টস ও শিল্প কারখানায়; সরকারি সার কারখানায়; সরকারি চিনির মিল সমূহে; ইলেক্ট্রিক্যাল যন্ত্রপাতি তৈরির কারখানায়; ই. পি. জেড. সমূহে; বিজি প্রেস; এন. জি. ও. সমূহে; গ্রামীন শক্তি; বিভিন্ন মোবাইল কোম্পানি সমূহে; সিমেন্ট ও সিরামিক কোম্পানি; ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে; স্টিল ও রড তৈরি কোম্পানিতে; পৌরসভা ও সিটি কর্পোরেশনে।