Mechanical Technology
মেকানিক্যাল টেকনোলজি
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বলতে যন্ত্র কৌশলকে বুঝায়। আবার যন্ত্র কৌশল বলতে কোন মেশিন বুঝায় বা যার সাহায্যে কোন যানবাহন পরিচালনা করা হয়। মেশিনের সাহায্যে উৎপাদনমুখী সকল কল-কারখানা পরিচালিত হচ্ছে। ফলে, কালের বিবর্তনে মানুষের চাহিদার পরিবর্তন ও পরিবর্ধন হয়েছে। মানুষ উন্নত জীবন যাপন করতে শিখেছে। যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষের চাহিদা বাড়ছে। পন্যের গুনগতমানও বৃদ্ধি পাচ্ছে। আর এর পিছনে প্রত্যক্ষ ভূমিকা রাখছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। প্রত্যেক দেশের শিল্পোন্নয়ন, নতুন নতুন কলকারখানা স্থাপন ইত্যাদির পিছনেও যার অবদান রয়েছে তা হল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এক কথায়, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংকে mother of the engineering বলা হয়।
মেকানিক্যাল টেকনোলজি এ চাকরির ক্ষেত্রসমূহঃ
সরকারী চাকুরিঃ
বাংলাদেশ রেলওয়ে, ওয়াসা, সড়ক ও জনপদ বিভাগ,BPDB, PWD, BREB, BRTC, BRTA, BITAC সরকারি পলিটেকনিক সমূহ ইত্যাদি।
বেসরকারী চাকুরিঃ
দেশের বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট সমূহ, শিপইয়ার্ড, ডকইয়ার্ড, গাড়ী তৈরির কারখানা, গার্মেন্টস শিল্প, গ্যাস ফিল্ড সমূহ, তৈল শোধনাগার, ষ্টিল মিল/রুলিং মিল, সার কারখানা সমূহ, বিভিন্ন ইন্ডাস্ট্রি ইত্যাদি। উল্লেখ্য যে, বাংলাদেশ সরকার দেশের উন্নয়ের লক্ষ্যে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা সহ বিভিন্ন শহরগুলোতে রপ্তানী প্রক্রিয়াজাতকরণ এলাকা স্থাপন করেছেন। যেখানে পৃথিবীর বহু উন্নত দেশগুলির কারখানা সমূহ স্থাপিত আছে, যেখানে প্রতিনিয়তই অসংখ্য ব্যবহারিক কারিগরী জ্ঞানের জনবলের চাহিদা বিপুল পরিমাণে বিদ্যমান।
মেকানিক্যাল টেকনোলজি এ উচ্চ শিক্ষার সুযোগঃ
- ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং পাশ করার পর ডুয়েট, কুয়েট, থেকে বি.এস.সি. ইন-ইঞ্জিনিয়ারিং সহ উচ্চতর ডিগ্রী লাভের সুযোগ।
- ডুয়েট ছাড়াও দেশে যে কোন বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বি.এস.সি. ইন-ইঞ্জিনিয়ারিং সহ উচ্চতর ডিগ্রী লাভের সুযোগ।
- স্কলারশিপ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের উচ্চ শিক্ষার সুযোগ।