অনুপস্থিতি এর কারণ
এই ফরমটি মূলত তৈরী করা হয়েছে কেউ যদি ক্লাসে না আসে তার জন্য। এই ফরমটি পূরণ করবে শুধুমাত্র ন. ইসলাম ইনস্টিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজি এর সকল ছাত্র/ছাত্রীরা।
যদি কলেজে না আসি এবং এই ফরমটাও পূরণ না করি তাহলে সেই ছাত্র/ছাত্রী দ্বিগুন জরিমানা এর আওতায় চলে যাবে।
- কলেজে না আসলে এবং এই ফরমটি পূরণ করলে জরিমানা দিন প্রতি = ৫০ টাকা
- কলেজে না আসলে এবং এই ফরমটি পূরণ না করলে জরিমানা দিন প্রতি = ১০০ টাকা
এইখানে যে তথ্য দেয়া হবে তার উপর বিবেচনা করে অভিভাবকের কাছে ফোন করা হবে। তাই সবাই সঠিক তথ্য দেয়ার চেষ্টা করবো।
অনুপস্থিতি ফরম: ক্লিক করুন [1]